নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে গাঁজা, ইয়াবা নগদ টাকা ও একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১০ সেপ্টেম্বর শুক্রবার রাতে গাঁজা, ইয়াবা নগদ টাকা জাকির আলী চৌধুরী (৩৩) নামের এক যুবককে পাহার বর্ষিজোড়া থেকে তাকে আটক করা হয়। জাকির আলী পাহার বর্ষিজোড়া এলকার মৃত ফরিদ আলী চৌধুরীর এর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম রাতে পাহার বর্ষিজোড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ৫৬ পিছ ইয়াবা ৩ হাজার ৩শত ৫৫ টাকা ও ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরোদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।
