কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যাকাত বোর্ডের অর্থায়নে সেলাই প্রশিক্ষণ সমাপ্তকারী ৯ জন দুঃস্থ ও হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ সমাপ্তকারী নারীদের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
শমশেরনগর ইসলামিক মিশন এর প্রধান ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউপি সদস্য রায়হান ফারুক, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রশিক্ষক মো. আব্দুল খালিক প্রমুখ।