কুলাউড়ায় র‌্যাবের অভিযান ইয়াবা সহ আটক ১



নাজমুল বারী সোহেলঃঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী বড়লেখা উপজেলার পূর্ব সাতকরা কান্দি এলাকার লতিব আলীর ছেলে লুৎফুর রহমান (৩৫)।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর একটি দল কুলাউড়ার পৌর শহরের মনসুর রোডের মাগুরা এলাকায় অভিযান চালিয়ে আটক করে তাকে। এ সময় তার কাছ থেকে ১৭’শ ৮৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনি. এএসপি লুৎফুর রহমান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী লুৎফুরকে গ্রেপ্তার করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত লুৎফুরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুলাউড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post