বোধবার (১৫ সেপ্টেম্বর) কুলাউড়া সরকারি কলেজে ব্যপক শিক্ষার্থী উপস্থিত থাকায় ছাত্রনেতারা অবস্থান জানান দিতে পৃথক মিছিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
জানা যায়, দুপুর ১২ দিকে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা পৌর ও উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে মিছিল ও সভা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহামান, যুগ্ম আহবায়ক রাহিদ আলম নাইম, মাহফুজুর রহমান , পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আশিক জাহান সাইফ, নাহিদ, কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার,যুগ্ন আহবাহক মুমিনুর রহমান অনিক, সদস্য সচিব আব্দুলাহ সালেহ চৌধুরী আলিফ সহ অন্যান্যরা।
ছাত্রদলের সভা শেষ হওয়ার পরপরই ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল ও সভা করেন । মিছিলে অংশ নেন রিপন বক্স, মাহ্ফুজুর রহমান, রিপন আহমেদ, সাইদুল হক মিতুল, রাহান আহমদ, কিবরিয়া আলম তানভীর, আসাদুজ্জামান পলাশসহ অন্যান্যরা।
কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মৌসুম সরকার বলেন, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় সংগঠনের নেতৃবৃন্দদের উজ্জীবিত করতে আমরা পৌর ও উপজেলার নেতৃবৃন্দদের নিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল ও সভা করি। তবে আমরা সভা শেষ করার পূর্বমুহুর্তে পুলিশি বাধার সম্মুখীন হই।
ছাত্রলীগের মিছিলে নেতৃত্বে থাকা মাহফুজুর রহমান জানান, আমাদের অবস্থানের জানান দিতে আমরা মিছিল ও সভা করেছি । কলেজ ক্যাম্পাস ছাত্রলীগের নিয়ন্ত্রণে আছে , আমাদের কর্মসূচির মাধ্যমে তা প্রমাণ করেছি।
কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু বলেন, ব্যাক্তিগত সমস্যার কারনে আমি এবং সাধারন সম্পাদক ক্যাম্পাসে উপস্থিত ছিলাম না । আমাদের সাপ্তাহিক ও মাসিক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত নেতৃবৃন্দরা মিছিল সমাবেশ করেছেন।