সমবায় অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সমবায় কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত

 


বিশেষ প্রতিনিধিঃ আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট ও জেলা সমবায় কার্যালয় মৌলভীবাজার এ কর্মরত কর্মকর্তা /কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২ ঘটিকায় সমবায় ইন্সটিটিউট এর হল রুমে  আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এর অধ্যক্ষ ও উপ নিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ডঃ মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)  তানিয়া সুলতানা, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস।স্বাগত বক্তব্য রাখেন  মৌলভীবাজার জেলা সমবায় অফিসার মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার। মতবিনিময় সভায় হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা সমবায় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিলো সমবায়। গ্রামের আত্ন সামাজিক উন্নয়ন করতে গেলে সমবায় ভিত্তিতে করতে হবে,যা জাতির পিতার স্বপ্ন ছিল।

মতবিনিময় শেষে অতিথি বৃন্দ    প্রশিক্ষণ কেন্দ্র ক্যাম্পাসে ফলজ ও ঔষদি বৃক্ষ রোপণ করেন।

Post a Comment

Previous Post Next Post