নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও আঐগ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।
২১ আগষ্ট শনিবার মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান সঙ্গীয় অফিসার সঙ্গীয় অফিসার এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই রকি বড়ুয়া ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিয়ান চালায়।
আসামীর নাম সুন্দর আলী (২৯), পিতা- মৃত খুরশেদ আলী, মাতা- ফুলেছা বেগম, সাং- আঐ ডাকঘর- সাতগাঁও, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।