মৌলভীবাজারে নতুন করে ৫২ জন করোনায় আক্রান্ত



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৫২ জন।মৌলভীবাজার সদর হাসপাতালের আইসোলেশনে রোববার দুপুরে মারা যান, কুলাউড়া উপজেলার জহুরুনেছা (৬০) ও বিকাল ৪ টার দিকে রাজনগর উপজেলার সান মিয়া (৯৫) উপসর্গনিয়ে মৃত্যুরণ করেন।

সোমবার (২৩ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫১৭ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন সুস্থ হয়।

নতুন শনাক্ত ৫২ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৮ জন, জুড়ীর ৬ জন, শ্রীমঙ্গলের ৫ জন, কমলগঞ্জের ৪ জন, কুলাউড়ায় ৭ জন, রাজনগরে ২ জন। গত ২৪ ঘণ্টায় বড়লেখায় কেউ আক্রান্ত হননি। এ নিয়ে জেলায় ৭ হাজার ৫১৭ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে সরকারিভাবে মোট ৭০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post