মৌলভীবাজারে জনপ্রিয় হয়ে ওঠেছে ‘স্মার্ট হাট’



নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলা প্রশাসন করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে নিরাপদে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য অনলাইনভিত্তিক ‘স্মার্ট হাট’ চালু করেছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে সহযোগিতা করছে জেলা প্রাণিসম্পদ কার্যালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উদ্বোধনের প্রথম চার দিনেই এই অনলাইন প্ল্যাটফর্মে হাজারখানেক বিক্রেতা তাদের বিক্রয়যোগ্য পশু ও ছবি আপলোড করেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে ক্রেতা-বিক্রেতাদের সহযোগিতার জন্য উপজেলাভিত্তিক হটলাইন চালু করা হয়েছে।

ওয়েবসাইট এ বিক্রয়যোগ্য পশুর ছবি, পাশে ওজন, রঙ ও দাঁতের সংখ্যার সংক্ষিপ্ত বর্ণনা দেয়া রয়েছে। সেই সাথে পশুর দাম এবং খামারি ও বিক্রেতাদের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর যুক্ত করা হয়েছে। পাশাপাশি এখান থেকে পশুর চামড়া বিক্রির ক্ষেত্রে সহযোগিতা ও মাংস প্রক্রিয়াজাতকরনের জন্য কসাইয়ের খোঁজও মিলবে।

জেলা প্রশাসনের এই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেই গত শুক্রবার একটি গরু বিক্রি করেছেন রাজনগর উপজেলার সেবাহান মিয়া।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ প্রতিবেদককে বলেন, জেলাবাসী এই ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন পশু দেখে তাদের পছন্দের পশু সহজেই বাছাই করতে পারবেন। সেই সাথে ওয়েবসাইট অ্যাডমিনদের মাধ্যমে বিক্রেতার সঙ্গে ক্রেতার সংযোগ ঘটিয়ে দেওয়া হবে। স্মার্ট হাটে ইতিমধ্যে দু’শত খামারি যুক্ত রয়েছেন। করোনা উচ্চ সংক্রমণের সময়ে ‘স্মার্ট হাট’ এর মাধ্যমে ঘরে বসেই পছন্দের পশু ক্রয় বিক্রয় ও কোরবানীর ব্যবস্থা থাকায় অনেকেই এই হাটের সুবিধা নিতে পারবেন বলে জেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post