কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সন্নিকটে সড়ক মোড়ে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নুরুল আমীন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে। মঙ্গলবার ২৭ জুলাই সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা ছাত্র নুরুল আমিন হিরো এসপেন্ডার ১০০ মোটরসাইকেল চালিয়ে আসার সময় বাঁক এলাকায় আকস্মিকভাবে সড়কধারের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা ছাত্র নুরুল আমিন হিরো ১০০ সিসি মোটরসাইকেল চালানোর সময় একটি ব্রীজের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। সাথে সাথে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা তাকে মোটর সাইকেল চালাতে দেয়া টিক হয়নি। সাইকেল চালাতে গিয়ে নিযন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়।

Post a Comment

Previous Post Next Post