কুলাউড়ায় ১৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ কুলাউড়ায় করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থদিন সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রবিরবাজার ও কুলাউড়া শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী বলেন, লকডাউন বিধিনিষেধ অমান্য করে মাস্ক পরিধান না করে দোকান পরিচালনা করা, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৬ জনকে সাময়িক আটক করা হয় বলে জানান তিনি।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্যকারীদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহায়তা করে। 

Post a Comment

Previous Post Next Post