এনটিভির গ্রান্ড ফাইনালে মৌলভীবাজারের প্রত্যয় : SMS কামনা



নিউজ ডেস্কঃ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার গ্রান্ড ফাইনাল পর্বে পৌঁছেছে মৌলভীবাজারের ছেলে প্রত্যয়।

এখন চলছে SMS পর্ব। চূড়ান্ত বিজয়ী হতে প্রত্যয়ের প্রয়োজন প্রচুর SMS । আগামী ১৭ জুলাই ২০২১ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। তাকে বিজয়ী করার জন্য প্রচুর SMS করতে তার পরিবার মৌলভীবাজারসহ সিলেটবাসীর কাছে অনুরোধ জানিয়েছে।

Post a Comment

Previous Post Next Post