নিউজ ডেস্কঃ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি’র রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার গ্রান্ড ফাইনাল পর্বে পৌঁছেছে মৌলভীবাজারের ছেলে প্রত্যয়।
এখন চলছে SMS পর্ব। চূড়ান্ত বিজয়ী হতে প্রত্যয়ের প্রয়োজন প্রচুর SMS । আগামী ১৭ জুলাই ২০২১ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। তাকে বিজয়ী করার জন্য প্রচুর SMS করতে তার পরিবার মৌলভীবাজারসহ সিলেটবাসীর কাছে অনুরোধ জানিয়েছে।