কুলাউড়ায় নতুন করে আরও ২০ জন করোনায় আক্রান্ত



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ২০ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ২০ জনের মধ্যে কুলাউড়া গ্রামের শিরিন আক্তার, সুমাইয়া ইসলাম ও অলিউজ্জামান, হিঙ্গাজিয়ার আরব আলী, কৌলারশির তাহমিনা আক্তার, সাদেকপুরের খালেদা বেগম, জয়চন্ডীর সন্ধ্যা রাণী দেব ও নির্মল দেব, রাধানগরের নিবেদিতা গোস্বামী, বাবনিয়ার রুমি বেগম, শিবির এলাকার বিপ্লব সরকার, মিরশংকরের তাহির মিয়া, গাজীপুর চা বাগান এলাকার আজাদ হোসেন, কাজল দেব, সুমাইয়া রায়, অঞ্জনা, শ্রীমতী রিকমন, মায়া রাণী, ফুলমতিয়া ও বারেন্দ্র রায়সহ ১৪ জন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জুলাই) করোনা সন্দেহে ২৭ জন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ৩ দিন পর শুক্রবার ২০ জনের রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post