নিউজ ডেস্কঃ ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ উল আযহা আগামি ২১ জুলাই। ইসলাম ধর্মালম্বীদের ধমীয় উৎসব ঈদ উল আযহার আনন্দ ছিন্নমূলদের সাথে ভাসগাভাগী করে নিতে ব্যাতিক্রমী উদ্যোগ অনলাইন গনমাধ্যম প্রিয় কুলাউড়ার । ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৯ জুলাই) বিকেলে কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ছিন্নমূল শিশুদের পাড়াশোনার জন্য গঠিত আলোর পাঠশালার অর্ধশত শিক্ষার্থীদের মধ্যে ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে বিতরণ কার্য পরিচালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, গনমাধ্যম ডেইলি বিডিমেইল ও প্রিয় কুলাউড়ার পরিচালক সারোয়ার আলম বেলাল, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, ব্যবস্হাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, ডেইলি বিডিমেইল’র স্টাফ রিপোর্টার রাহাত হাসনাত, আলোর পাটশালার পরিচালক আবু বক্কর সিদ্দিক, নবীন চৌধুরী, সংবাদ কর্মী আশরাফুল ইসলাম জুয়েল, মাসুদ আহমদ,
আলোর পাঠশালার রুবেল আহমদ, হাবিবুর রহমান হুসাইন, রিয়া আক্তার, তাহমিনা প্রীতি,কলি আক্তার প্রমুখ।