নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ১৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গত রোববার (১১ জুলাই) ১৯ জন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন এর ২ দিন পর মঙ্গলবার (১৩ জুলাই) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায়, সনাক্তের হার ৭৩% বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। করোনাক্রান্তদের মধ্যে হাসপাতালের স্বাস্থ্যকর্মী ২ জন রয়েছেন।
করোনাক্রান্ত ১৪ জনের মধ্যে কুলাউড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আফিয়া বেগম ও নাসরিন জাহান, মাধবপুরের সিতারুন বেগম ও দলই মিয়া, কাড়েরার দিলারা বেগম, বেগবানপুরের নরেন্দ্র বিশ্বাস, উত্তর কুলাউড়ার হায়াতুন বেগম, বিছরাকান্দির আরজত উল্লাহ, ফটিগুলির সুলেমান আহমদ, ভূকশিমইলের সফর উদ্দিন, লস্করপুরের শিরিন আক্তার, টিটিডিসি এলাকার খন্দকার মহিমা আক্তার, কোনাগাঁওর মোহাম্মদ মামুন খাঁন ও ছকাপনের ইসতারুন নেছা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।