দ. আফ্রিকায় কর্মচারীর হামলায় বাংলাদেশির মৃত্যু



নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার মালাউই কর্মচারীর হামলায় মিজানুর রহমান এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ১৪ জুন (সোমবার) দেশটির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে রোববার মধ্যরাতে জোহানেসবার্গের রেন্ডপন্টিন এলাকায় মিজানুর রহমানের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। মিজানুর রহমানেরে দেশের বাড়ি নোয়াখালী জেলায়।

প্রবাসীরা জানান, রোববার রাতে ঘুমিয়ে গেলে পাশের রুমে থাকা আফ্রিকার মালাউই কর্মচারী ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল, ক্যাশ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে লেরাতু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। সেখানেই সোমবার রাতে মারা যায়।

Post a Comment

Previous Post Next Post