তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, পাঁচলাখ টাকা জরিমানা



নিউজ ডেস্কঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানকে। ক্রিকেটীয় আইন ভঙ্গের অভিযোগের শাস্তি হিসেবে নিষেধাজ্ঞা ও জরিমানা দুই শাস্তিই পেয়েছেন সাকিব।

লেভেল-৩ পর্যায়ের আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাকিবকে এই শাস্তি দেওয়া হয়। সেই হিসেবে ডিপিএলের অষ্টম, নবম ও দশম রাউন্ডে খেলতে পারবেন না এই তারকা অলরাউন্ডার।

শনিবার (১২ জুন) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গণমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান।

কাজী ইনাম আহমেদ বলেন, ‘কোড অব কন্ডাক্টের লেভেল থ্রি ভাঙ্গায় সাকিবের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই আম্পায়ার ইমরান পারভেজ ও মাহফুজুর রহমানের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি মোরশেদুল আলমের কাছে সাকিব দোষ স্বীকার করায় আর শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে শুক্রবার (১১ জুন) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মাঠের খেলা ছাপিয়ে ম্যাচে বড় হয়ে ওঠে আম্পায়ার ও আবাহনীর কর্মকর্তাদের সাথে সাকিবের দ্বন্দ্ব।

মুশফিকের রহিমকে এলবিডব্লিউর আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারের ওপর অসন্তোষ প্রকাশ করে প্রথমে লাথি দিয়ে স্ট্যাম্প ভেঙে ফেলেন সাকিব। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধের জেরে হাত দিয়ে স্ট্যাম্প তুলে তা মাটিতে ছুঁড়ে ফেলেন। এরপর বাকবিতণ্ডায় জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে। এ সময় আবাহনীর দর্শক ও কর্মকর্তাদের উদ্দেশে অকথ্য ভাষা ব্যবহার করেছেন বলেও অভিযোগ সাকিবের বিরুদ্ধে।

অসৌজন্যমূলক আচরণ বা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ শেষে ম্যাচ রেফারি মোর্শেদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন আম্পায়াররা। সাকিবের দোষের মাত্রা বিবেচনা করে তাকে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি। গুঞ্জন ছিল, সাকিবের শাস্তি হিসেবে ৪ ম্যাচ নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করা হয়েছিল। তবে শেষপর্যন্ত নিষেধাজ্ঞা পেয়েছেন ৩ ম্যাচে, সাথে যোগ হয়েছে জরিমানাও।

Post a Comment

Previous Post Next Post