কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ মামলা



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযানে ১৫টি মামলায় ৪ হাজার ২শত টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সোমবার (২৮ জুন) রাত সাড়ে ৮টায় পৌর শহরের থানা সম্মুখে এই অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে গাড়ি নিয়ে বের হওয়ায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে। পৃথক মামলায় ৪ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করে আদালত। অভিযানকালে বিয়ানীবাজার থেকে আগত বিয়ের ৫টি হাইয়েস গাড়ির মধ্যে ৪টি গাড়িকে ফেরত পাঠানো হয়। এছাড়াও পথচারীদের অযথা ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুলাউড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, দিনে ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়েছে। অনেকে ধারণা করেছেন রাতে কোন তদারকি করা হবে না। তাই অনেকে অযথা বাইরে গাড়ি নিয়ে বের হযেছে। তাদের সতর্ক করতে আমরা রাতে বের হয়েছি। এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্দেশনা ‘লকডাউন’ মানতে তিনি সকলের প্রতি অনুরোধও করেন।



Post a Comment

Previous Post Next Post