কুলাউড়ায় আরও ৪ জনের করোনা শনাক্ত



নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১২ জুন) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

করোনাক্রান্ত ৪ জনের মধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মনিরুল ইসলাম, চাতলগাঁও এলাকার রাজিয়া বেগম, দক্ষিণ রবিরবাজার এলাকার এনামুল হক ও বিছরাকান্দি এলাকার তামিম আল জামানসহ মোট ৪ জন। এরমধ্যে ব্রাহ্মণবাজার এলাকার মনিরুল ইসলাম পেশায় ফেরিওয়ালা। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৪ জন গত বৃহস্পতিবার (১০ জুন) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর শনিবার ৪ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post