ইসলামি বক্তা আদনানের সন্ধানের দাবিতে মানববন্ধন



নিউজ ডেস্কঃ  আলোচিত ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানসহ তার সফরসঙ্গী আমির উদ্দিন ফয়েজ (চালক), আব্দুল মুকিত ও ফিরোজের সন্ধানের দাবিতে মৌলভীবাজার শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন বুধবার বিকেলে মৌলভীবাজার শহরের কুসুমবাগ পয়েন্টে সচেতন তরুণ সমাজ মৌলভীবাজার জেলার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান দাবি করে বলেন, রাজধানী থেকে গাড়িসহ চারটি মানুষ এভাবে নিখোঁজ। অথচ ঘটনার সাত দিন পরেও তাদের কোনো সন্ধান দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এভাবে একজন তরুণ ইসলামিক বক্তা গুম হতে পারেন না। তার যাতে কোনো ক্ষতি না হয় সেটি সরকারকে নিশ্চিত করতে হবে।’

এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন নাগরিক পরিষদ মৌলভীবাজার জেলার আহ্বায়ক হাফেজ ইমদাদুল হক, সচেতন তরুণ সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওলি আহমেদ, নাগরিক পরিষদ মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক সাকিবুর রহমান মেরাজ, রুমন আহমেদ, জানে আলম, আব্দুস সামাদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post