নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাহিদ মিয়া (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা জায়, ১১ জুন (শুক্রবার ) কাদিপুর ইউনিয়নের চুনঘর গ্রামের ফারুক মিয়ার ছেলে নাহিদ মিয়া শুক্রবার বাড়ির চালে উঠে বৈদ্যুতিক কাজ করছিল। সেসময় অসাবধানতাবশত তিনি মেইন লাইন থেকে ঘরের সংযোগ নেয়া লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথে তিনি জোরে চিৎকার দিলে বাড়ির লোকজন এগিয়ে যান। কিন্তু ততক্ষণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নাহিদকে উদ্ধার করে কুলাউড়া শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত নাহিদের লাশ দাফনের জন্য পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
