হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ২০২০- ০২১ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনী মাঠ দিবস অনুষ্টিত।
আজ (১৪ জুন) সকাল ১১ ঘটিকা সময় উপজেলার রসিদ পুর (স:) (প্রা:) বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
পতনঊষার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ই.উ.পি সদস্য সায়েখ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো: আলাউদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ রায়,উপসহকারী কৃষি কর্মকর্তা গোপাল দত্ত,সাংবাদিক হিফজুর রহমান তুহিন,উপ:সহকারি কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ চন্দ,উপ:সহকারি কৃষি বিলাশ সিং সহ প্রমুখ।এ সময় কৃষকদের উন্নত চাষ নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ,কৃষকদের উন্নত বীজ যাচাই করে রোপন করা,নিজে চাষ করে সূর্ষ্য মুখী বীজ দিয়ে তেল রান্না করা, জমিতে তিন পশলা ধান চাষ করার জন্য
সকল কৃষকদের মধ্যে উৎসাহ প্রদান করেন।প্রদর্শনীতে মাঠে কৃষি উন্নয়নমুলক বিশেষ চিত্র তুলে ধরেন অত্র এলাকার কৃষকবৃন্দ।
