শ্রীলংকা দলে করোনার হানা, ‘চলবে’ প্রথম ওয়ানডে



স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান দলের শিরান ফার্নান্দোর শরীরে পাওয়া গেছে করোনাভাইরাসের উপস্থিতি। আর এ খবরটা এসেছে ম্যাচ শুরু হওয়ার মোটে চার ঘণ্টা আগে। ওয়ানডে সুপার লিগে নিজেদের তৃতীয় সিরিজের ঠিক আগে ঘটল এই ঘটনা। এমন পরিস্থিতি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে আয়োজনকেও মুড়িয়ে দিয়েছে ধোঁয়াশার চাদরে।

গতকাল বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের আগে দুই দলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। যেখানে প্রথম পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস, দুই পেসার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। দ্বিতীয় পিসিআর পরীক্ষায় ভাস ও উদানার নেগেটিভ আসে। আবারও পজিটিভ আসে ফার্নান্দোর ফল। নিয়ম অনুযায়ী তাকে আইসোলেশনে রেখে চলবে সিরিজের কার্যক্রম।

রোববার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি'র একটি এতথ্য নিশ্চিত করে। সূত্র জানায়, প্রথম ওয়ানডে ম্যাচ নির্দিষ্ট সময়েই মাঠে গড়াবে। ইতোমধ্যেই দুই দল মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তিন ম্যাচ প্রথম ওয়ানডে শুরু রোববার দুপুর একটার।

Post a Comment

Previous Post Next Post