স্টাফ রিপোর্টারঃ দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পৌর শহরের স্টেশন চৌমুহনীতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে রোজিনা ইসলামের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি ও এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় গণমাধ্যমকর্মীরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একের পর এক অনুসন্ধানী প্রতিবেদন করে স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতি প্রকাশ তুলে ধরেছিলেন দেশবাসীর কাছে। এর জেরে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে হেনস্তা স্বাধীন দেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা। হেনস্তার পর উল্টো হেনস্তাকারীরা তাঁদের অপকর্ম ঢাকতে তাঁকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন। এরকম ঘটনা অনুসন্ধানী সাংবাদিকতার ওপর চরম আঘাত। অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই। অথচ অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের কারণে দেশের গণমাধ্যমকর্মীরা এরকম নির্যাতনের শিকার হচ্ছেন এবং দুর্নীতিবাজরা ছাড় পেয়ে যাচ্ছে। রোজিনা ইসলামের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি ও এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত স্বাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মৌলভীবাজার শাখার সভাপতি মইনুল ইসলাম শামীম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই। গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন দ্য ডেইলী স্টারের প্রতিবেদক মিন্টু দেশোওয়ারা, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিল।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ সভাপতি তাজুল ইসলাম, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এম এ আহাদ, সাবেক সভাপতি বিশ্বজিত দাস, সাবেক সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি এস আলম সুমন, গণমাধ্যমকর্মী নাজমুল বারী সোহেল, আমার সংবাদ প্রতিনিধি এইচডি রুবেল, বাংলাদেশ টুডে’র কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, সাপ্তাহিক সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার সুমন আহমদ, প্রমুখ। এসময় মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শেখ শহীদুল ইসলাম, লাল সবুজ উন্নয়ন সংঘ মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন সংগঠক রাহীম আহমেদ, ব্যবসায়ী অশোক চন্দ প্রমুখ।