লংলা চা বাগান, কুলাউড়া

 



লংলা চা বাগান, কুলাউড়া...
টিলাবেষ্টিত সবুজ গাছপালা আর অপরূপ সাজে সজ্জিত কুলাউড়ার লংলা চা বাগান।
ডানকান ব্রাদার্স মালিকানাধীন এই চা বাগানের উত্তরদিকে সুসজ্জিত রাবার বাগান আর পর্যটকদের আকৃষ্ট করার মতো বাগানে রয়েছে সারিবদ্ধ ২৮টি সিমেট্রি।
কুলাউড়া শহর থেকে এখানকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কুলাউড়া-ব্রাহ্মণবাজার ভায়া শমসেরনগর সড়কের হিংগাজিয়া বাজারের পশ্চিমদিকে লংলা ভ্যালি রাস্তা হয়েই লংলা চা বাগাননে যাওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post