গাজায় পৌঁছেছে ওষুধ ও জরুরি সহায়তা



নিউজ ডেস্কঃ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা পরই বিধ্বস্ত গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তার প্রথম কনভয় পৌঁছেছে। শনিবার (২২ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির কিছুক্ষণ পর গাজা ভূখণ্ডে প্রবেশের শ্যালন ক্রসিং খুলে দেয় ইসরায়েল। এরপরই জাতিসংঘ সম্পৃক্ত সংস্থাসহ বেশ কিছু সহায়তা সংস্থার জরুরি ওষুধ, খাবার ও জ্বালানি নিয়ে কয়েকটি ট্রাক গাজা ভূখণ্ডে প্রবেশ করে।

ইহুদিবাদী ইসরায়েলির হামলায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি কার্যকরের পর ফের নিজ বাসস্থলে ফিরছেন। তাদের অধিকাংশ বাড়ি-ঘর হামলায় বিধ্বস্ত হয়েছে। এসব বাড়ি-ঘর পুনর্নির্মাণ করতে অন্তত কয়েক বছর পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ১১ দিনে ইসরায়েলি বর্বর হামলায় গাজার অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post