কুলাউড়ায় ২ কৃষককে কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান



নিউজ ডেস্কঃ কুলাউড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তার (ভর্তুকি) আওতায় ২ জন কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান ও গম কাটার) বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কাদিপুর ইউনিয়নের চুনঘরের কৃষক মো. বদরুল ইসলাম ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপরের কৃষক মো. রশীদ আহমদ সেফুলের কাছে মেশিনসহ চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন এর পরিচালনায় কৃষি যন্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. কাজী ফজলুল হক খান সাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কৃষি কমিটির সদস্য হোসেন মনসুর, উপজেলা কৃষকলীগের সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, কৃষি সমৃদ্ধির জন্য সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের স্বল্প সময়ে, স্বল্প খরছে অধিক উৎপাদনে উৎসাহিত করার লক্ষে কৃষি যন্ত্র বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় ৬টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (ধান ও গম কাটার) বরাদ্ধ পাওয়া গেছে। উক্ত কৃষি যন্ত্রের মাধ্যমে কৃষক ১ একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করতে যেখানে প্রচলিত পদ্ধতিতে ৮ ঘন্টা সময়ের প্রয়োজন সেখানে উক্ত মেশিনের মাধ্যমে মাত্র ১ ঘন্টা সময় ব্যয় হবে। এছাড়া জালানী হিসাবে মাত্র ১০-১২ লিটার ডিজেল খরছ হবে। তিনি আরও জানান, উক্ত মেশিনের মুল্য ৩১ লাখ টাকা। এরমধ্যে সরকার হাওর অঞ্চলের কৃষকদের ৭০% এবং হাওর ছাড়া অঞ্চলে ৫০% ভর্তুকি দেবে। বাকী টাকা কৃষকদের পরিশোধ করতে হবে। এ মেশিন শুকনো ও অল্প কাদা জমিতে ব্যবহার উপযোগী।

Post a Comment

Previous Post Next Post