এইচ ডি রুবেল: ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নব নির্বাচিত কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ কাউন্সিলদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৮ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টায় দক্ষিণ বাজারস্থ সমিতির কার্যালয়ে কমিটির সভাপতি বদরুজ্জামান সজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইর পরিচালনায় অনুষ্টিত চমকপ্রদ এই সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন আমি ব্যবসায়ী পরিবারের সন্তান, তাছাড়া নিজেও কুলাউড়া বাজারের একজন ভোটার, তিনি আরও বলেন, আমি আমার পৌর পরিষদকে নিয়ে পৌর শহরে সাপ্তাহিক হাট বার চালু সহ বাজারকে ব্যবসায়ীবান্ধব করতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবো। কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দাবীর প্রেক্ষিতে বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরী কর্তৃক দেয়া আই পি সিসি ক্যামেরা রক্ষনাবেক্ষন ও তদারকির দায়িত্ব পৌরসভার পক্ষ থেকে গ্রহণ করা হবে বলে ঘোষনা দেন।এছাড়াও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি কর্তৃক উপস্থাপিত অতি গুরুত্বপূর্ণ দাবী গুলো সময়োপযোগী উল্লেখ করে তা পর্যায়ক্রমে পৌরসভার পক্ষ থেকে বাস্থবায়নের অাশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সংবর্ধিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ সহ ফার্মেসী মালিক সমিতির নেতৃবৃন্দ, হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ, ডিপ্লোমা ইন্জিনিয়ার এসোসিয়েশন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু,প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি অাজিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ,সাবেক সহ সভাপতি অালহাজ্ব নুরুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক অাব্দুল মোহিত বাবলু,বিশিষ্ট ব্যবসায়ী অরভিন্দ ঘোষ বিন্দু, তালামীযের কেন্দ্রীয় নেতা খন্দকার অজিউর রহমান অাসাদ,বিশিষ্ট ব্যবসায়ী শেলুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজ মোঃ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃকুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল, মহিলা উদ্যোক্তা বিষয় সম্পাদিকা সুফিয়া রহমান ইতি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক নেতৃবৃন্দ এবং কুলাউড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ কুলাউড়া বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃৃৃৃন্দ, সমিতির বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে মেয়র সিপার উদ্দিন অাহমদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান
সমিতির ১ ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ্র, ৩নং ওয়াড সম্পাদক আব্দুল মুতলিব, ৪নং ওয়াড সম্পাদক গৌছ মিয়া, ৮নং ওয়ার্ড সম্পাদক রাজু আহমদ দুলাল। ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, সের আলী, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, সাব্বির আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, হায়দার আলী, এনামুল ইসলাম, মো: জুনেদ আহমদ, শাহাজাহান আহমদ, আবুল কালাম রাসেল, দিপু, নাজিম বকস্, মোস্তফা আলী প্রমুখ।
