কুলাউড়া পুলিশের মাস্ক বিতরণের উদ্বোধন



নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশ এর আয়োজনে রোববার ‘মাস্ক পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর পরিচালনায় থানা ফটকের সম্মুখে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর। উদ্বোধনীতে সাদেক কাওসার দস্তগীর বলেন, পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে ও মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণে সপ্তাহজুড়ে শহরে যাতায়াতকারী সকল শ্রেণি-পেশার লোকজনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে। এরপর থেকে যারা মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবেন না তাদের বিরুদ্ধে পুলিশী কঠোর অভিযান শুরু করা হবে। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মৌলভীবাজার জজ কোর্টের এজিপি অ্যাড. তাজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মছব্বির আলীসহ থানা পুলিশের কর্মকর্তা ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ। পরে অথিতিবৃন্দসহ থানার অন্যান্য অফিসাররা মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে মাস্ক পরিধানের পাশাপাশি জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post