মৌলভীবাজারে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান



নিউজ ডেস্কঃ মুজিববর্ষে সারাদেশে সকল জেলায় একযোগে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত আবৃত্তি অনুষ্ঠান শুক্রবার (১৯ মার্চ) বিকালে মৌলভীবাজারস্থ স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে ছিল মুজিববর্ষ  জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটিঃ আবৃত্তি।

সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও শৈলী আবৃত্তি সংসদ, মৌলভীবাজার।

আবৃত্তি পরিবেশ করেন, অরিজিৎ দত্ত, শিবপ্রসন্ন ভট্টাচার্য, চৈতালি চৈতি, ডোরা প্রেন্টিস, সৈয়দ মনসুর আহমেদ সুমেল, বাংলাদেশ শিশু একাডেমীর আবৃত্তি দল ও তিতাস আবৃত্তি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুনির হোসাইন সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- শৈলীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দত্ত।

বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

Post a Comment

Previous Post Next Post