কুলাউড়ায় উন্নয়ন মেলার উদ্বোধন

 



অনলাইন ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে শনিবার আনন্দ র‌্যালী, আলোচনাসভা ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়।



কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার এর পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সাবেক সচিব মিকাইল শিপার বলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধাপে ধাপে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে স্বল্পন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন সম্ভব হয়েছে। আমাদের এ অর্জনকে ৪১ ভিশনে পৌছাতে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সাবেক এমপি আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া ইসলামী ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, বিএইচ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, আদিবাসী নেত্রী বাবলী তালাং প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলায়েত হোসেন, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) এমদাদুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খান প্রমুখ।

সভাশেষে দুপুরে উপজেলা পরিষদ খেকে এক বণ্যাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে যায়। পরে বঙ্গবন্ধু উদ্যানে ৫০টি ষ্টলের সমন্বয়ে আয়োজিত দু’দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

Post a Comment

Previous Post Next Post