হযরত ছাতাপীর (রহঃ)র ২০ তম ঈসালে সওয়াব মাহফিল ২১মার্চ রবিবার



বিশেষ প্রতিনিধিঃ কুতুবুল আউলিয়া হাদিয়ে যামান শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (রহঃ) এর ২০তম ও ছাহেবজাদা মাওলানা দরবেশ আলী এর ঈছালে সাওয়াব মাহফিল উপলক্ষে আজিমুশ্বান জলছা আগামী ২১মার্চ রবিবার অনুষ্টিত হবে। 

কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের গৌড়করন ছাতাপীর ছাহেব বাড়ী মাদ্রাসা সংলগ্ন মাঠে ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদের আয়োজনে বেলা ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্টিত আজিমুশ্বান জলছায় প্রধান অতিথির বয়ান পেশ করবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বয়ান পেশ করবেন খলিফায়ে ফুলতলী হযরত মাওলানা আব্দুস শাকুর চৌধুরী। প্রধান বক্তার বয়ান পেশ করবেন ঢাকা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি উসমান গণি সালেহী। এছাড়াও স্থানিয় ও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। 

উক্ত আজিমুশ্বান জলছায় সকল ধর্মপ্রান মুসলমানদের অংশগ্রহন ও সার্বিক সহযোগিতার জন্য স্মৃতি পরিষদের সভাপতি ও ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস শুকুর ছরকুম আহবান জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post