হিফজুর রহমান তুহিন: কমলগঞ্জ পতনঊষার দক্ষিন রসিদ পুর বায়তুল ইসলাম জামে মসজিদে একটি টিউবওয়েল অনুদান প্রদান করা হয়।
আজ ৩ ফেব্রুয়ারি বিকেল ৫ ঘটিকায় ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম চৌধুরীর অর্থায়নে এবং "পশ্চিম লাঘাটা জন কল্যান পরিষদ" এর সৌজন্যে দক্ষিণ রশিদপুর বায়তুল ইসলাম জামে মসজিদে উক্ত টিউবওয়েল'টি প্রদান করা হয়েছে।
দক্ষিণ রশিদপুর বায়তুল ইসলাম জামে মসজিদের সভাপতি ও ইমাম সাহেব মেসার্স মনি হার্ডওয়্যার রাজদিঘীরপার বাজার থেকে টিউবওয়েলর সরঞ্জামগুলো গ্রহন করেন।
এ সময় অন্যন্যদের মাঝে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হক চৌধুরী খসরু,ইঞ্জিনিয়া নজরুল ইসলাম চৌধুরী, রাজদীঘিরপার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস শহীদ,অত্র বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান,শ্রীরামপুর (নয়া বাজার) ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মুহিত আহমদ চৌধুরী সুইট, হুরুননেসা খাতুন কলেজের প্রভাষক জুয়েল আহমদ"সহ প্রমখ।
