ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত


অনলাইন ডেস্কঃ ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা। শনিবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে ওমানের দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তাদের ৯ জন সন্দ্বীপের এবং ১ জন ফেনীর।

দুর্ঘটনার শিকার ১০ জনই আরব সাগরে ফিশিংয়ের কাজ করেন। রাতে তারা সাগরে মাছ ধরে ভোরে দুকুমে তাদের বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার সময় বেশিরভাগই ঘুমে ছিলেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর চট্টগ্রামের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ‘ওমানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রথম সচিব আনোয়ার হোসেন ৫ জন বাংলাদেশ শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তাদের সবার বাড়ি সন্দ্বীপে।’

Post a Comment

Previous Post Next Post