জুড়ীতে ৭ মামলার আসামী তাকাদ গ্রেফতার



বিশেষ প্রতিনিধিঃ জুড়ীতে মাদক সেবন, মাদক বিক্রি, গরু চুরি সহ বিচারাধীন ৭টি মামলার আসামীকে গ্রেফতার করেছে জুড়ী পুলিশ।

৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার নয়াবাজারে মাদক সেবন করে এক ড্রাইভারকে প্রাণে মারতে উদ্যত হয় বড় ধামাই গ্রামের মাজহারুল ইসলাম তাকাদ। ড্রাইভার সিএনজি ফেলে দৌড়ে গিয়ে প্রাণে বাচার জন্য চিৎকার করলে এলাকাবাসী মাজহারুল ইসলাম তাকাদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে জুড়ী থানা পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী জানান, সে খারাপ প্রকৃতির লোক। গরুচুরিসহ মাদক সেবন করিয়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে অস্তিশীল পরিস্থিতিসহ নানারকম অপরাধ করে। এলাকাবাসীর অনেক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

Post a Comment

Previous Post Next Post