নিউজ ডেস্কঃ "ঐক্য সেবা সাফল্য "এই তিনটি মূলমন্ত্রকে লালন করে লস্করপুর এসোসিয়েশনের নতুন কমিটির (২০২১-২২) বর্ষের কার্যকরি কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের ৭নং ওয়ার্ডে ফজিলত খান এর বাড়িতে সংগঠনের কমিটি গঠনের লক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় উপদেষ্টা ফজিলত খানের সভাপতিত্বে ও আজিজুল খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মতলিব খোকন, গিয়াস উদ্দিন আহমদ,আরিফুল হক খান , সোহেল খান, আসুক আহমদ, আমিনুল ইসলাম মিন্টু প্রমুখ।
সভায় সকল সদস্যের সর্বসম্মতি ক্রমে আগামী এক বছরের জন্য মোক্তাদির আলী - কে সভাপতি, মুকিত খান তানিম - কে সাধারণ সম্পাদক ও ছালিক হাসান নার্গেছ - কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির মধ্যে অন্যান্য সদস্যদের মধ্যে সহ সভাপতি ফয়েজ আহমেদ, আব্দুল লতিফ যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জামি, শফিকুল ইসলাম টিপু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, কোষাধক্ষ্য হাবিবুর রহমান জুনেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম মিনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সাকিব, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক জুবেল আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাদ আলী দিপু, ক্রীড়া সম্পাদক ফজলে রাফি খান, সহ ক্রীড়া সম্পাদক তৌহিদ খান, ধর্ম বিষয়ক সম্পাদক, তানভীর খান সহ ধর্মসম্পাদক ফখরুল ইসলাম আজাদী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মনসুর আহমদ আসব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো মহসিন খান, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শিহান আহমদকে ঘোষণা করা হয়।
কার্যকরি কমিটির সিনিয়র সদস্যবৃন্দরা হলেন সিনিয়র সদস্য অফিকুল ইসলাম শিপু, নোমান আহমদ, আব্দুস সামাদ, সোহেল আহমদ, ডাঃ অনিক হাসান, ডাঃ ফজলে ফাতিহা খানম লিপি, আক্কল আলী , রাজন মিয়া সহ সদস্য হিসেবে, সাদিক হাসান পাপ্পু আব্দুর রহিম, সাইদুল ইসলাম শিমু আকিফ হাসান জিদান, আবির আল আমিন রাজু, রাহেল, ফাহিম খান, রাহিম খান , মিজান মিয়া, তানজিল হাসান সাঈদ খান, মাহদি খান, কামরান মিয়া, সাহান আহমদ, আব্দুস সামাদ সায়েদ মিয়া, মুকিত মিয়া, জায়েদ আহমদ, নাজমুল মিয়া,ইমাদ মিয়া মেহদি হাসান অপু, মন্জু মিয়া রাইয়ান খান, সাব্বির আহমদ লাবিব আহমদ, অনু, সৌরভ তুহিন আহমদ সভা শেষে নব গঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আগামী এক বছরের জন্য সংগঠনের সকল দায়িত্ব অর্পণ করেন উপদেষ্টামন্ডলী।
