ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে ফেরার পথে টাকা ছিনতাই



নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক দুবাই প্রবাসীর  মায়ের কাছ থেকে ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার ১৪ ফেব্রুয়ারী বেলা সোয়া ১১ টার দিকে শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাই এর শিকার ওই নারী উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের দুবাই প্রবাসী দুলাল মিয়ার মাতা  রঙ্গিলা খাতুন (৫৫) বলে জানা গেছে। ঘটনার পরপরই বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। থানা পুলিশের পক্ষে ছিনতাইকারীদের সনাক্তে ঘটনাস্থলের ও আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে ছিনতাইকারীকে চিহ্নিত করার প্রক্রিয়া চালাচ্ছে।

ছিনতাইয়ের শিকার রঙ্গিলা বেগম জানান, রোববার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে চৌমুহনা যাবার পথে সরকারি গার্লস্ স্কুলের সামনে এলে ২ ছিনতাইকারী অর্তকিতঅবস্থায় পেছন থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার এস আই জাকির হোসেন জানান, ছিনতাইকারীদের সনাক্ত করতে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই চলছে। তিনি বলেন, আশা করছি শিগগিরই ছিনতাইকারীদের সনাক্ত ও আটক করা সম্ভবপর হবে।

Post a Comment

Previous Post Next Post