জুড়ী নদীর উভয় পাশে দ্বিতীয় দফা অবৈধ স্থাপনা উচ্ছেদ



নিউজ ডেস্কঃ দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে জুড়ী নদীর তীরবর্তী ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড এ অভিযান পরিচালনা করে। এ সময় জুড়ী নদীর দুই পাশ হরিরামপুর ও কামিনীগঞ্জ বাজার এলাকায় অবৈধ দখলকৃত কাঁচা-পাকা স্থাপনা অপসারণ করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার অর্ণব মালাকারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিন এবং জরিপকারকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post