নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে মৌলভীবাজারে টিকা গ্রহণে মানুষের আগ্রহ বেড়েছে। তৃতীয় দিনে জেলার সকল উপজেলা মিলিয়ে মোট টিকা নিয়েছেন ২ হাজার ২১৬ জন।
যেখানে প্রথম ও দ্বিতীয় দিন মিলিয়ে জেলার সকল উপজেলা টিকা নিয়েছিলেন ১ হাজার ৩২১ জন। তিন দিনে মোট টিকা নিয়েছেন ৩ হাজার ৫৩৭ জন।
প্রথম ও দ্বিতীয় দিনে টিকা গ্রহণের পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়া মানুষের আগ্রহ ও গ্রহণ ব্যাপক হার বেড়েছে বলে মনে করছে স্থাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় দ্বিতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ২ হাজার ২১৬ জন। এরমধ্যে পুরুষ ১৪৮৯, নারী ৭২৭ জন। উপজেলা পর্যায়ে মৌলভীবাজার সদরে টিকা নিয়েছেন ৮৪৭ জন, রাজনগরে ৯০ জন, কুলাউড়ায় ১৯০ জন, বড়লেখায় ৩১০ জন, কমলগঞ্জে ২৯১ জন, শ্রীমঙ্গলে ৩৬৮ ও জুড়ীতে ১২০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
