শ্রীমঙ্গলে লাউয়াছড়া বনের একটি চিত্রা হরিণ মাংসাশী প্রাণীর আক্রমনে আহত


নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গলে চা বাগান  থেকে আহত অবস্থায় একটি চিত্রা হরিণ উদ্বার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ। ধারনা করা হচ্ছে লাউয়াছড়া বন থেকে হরিণটি বের হয়ে এসেছে।

মঙ্গলবার  বিকেলে শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের সেকশন থেকে আহত অবস্থায় চিত্রা হরিণটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ অধিদপ্তরের হাসপাতালে নিয়ে আসা হয় । হরিণের পেটের নিচ দিকে দুটি ক্ষতের চিহ্ন রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কর্ন চন্দ্র মল্লিক জানান, তাঁর ধারণা চিত্রা হরিণটিকে কোন প্রাণী আক্রমন করেছে। তিনি জানান, হরিণের ক্ষতস্থানে কোন মাংসাশী প্রাণীর দাতের চিহ্ন রয়েছে। তাঁর ধারণা চিত্রা হরিণটি  মেছ বাঘ অথবা বন্যশুকরের  আক্রমণের শিকার হতে পারে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট ঋষি বড়ুয়া জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় চা শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে  ভাড়াউড়া চা বাগানের একটি সেকশন থেকে আহত হরিনটি উদ্বার করে নিয়ে আসেন।  আহত হরিণটিকে  লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post