বড়লেখায় প্রাইভেট কার সহ ভারতীয় অবৈধ নাসির বিড়ির চালান আটক

 


নিউজ ডেস্কঃ বড়লেখা থানা পুলিশ শনিবার রাতে পাচারকালে প্রাইভেট কারসহ বিপুল পরিমান ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ির চালান আটক করেছে। এসময় চালকসহ ৩ পাচারকারী পালিয়ে যায়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশ উপজেলার তালিমপুর ইউনিয়নের গলগজা গ্রামের রাস্তায় একটি প্রাইভেট কারের (ঢাকা-মেট্রো-গ-১১-০৪৯৯) গতিরোধ করে। তল্লাশী চালিয়ে প্রাইভেট কারের ভিতর থেকে ৩ লক্ষাধিক টাকার ১ লাখ ৭০ হাজার শলা ভারতীয় অবৈধ নাসির উদ্দিন বিড়ি জব্দ করে। এসময় তালিমপুর গ্রামের বাসিন্দা চোরাকারবারী সুনাম উদ্দিন চান্দই, আব্দুল লতিফ ও কার চালক আলী মিয়া পালিয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশ উপজেলার কানুনগো বাজারের ব্যবসায়ী মাহতাব উদ্দিনের দোকান ও বড় ময়দান গ্রামের জাহাঙ্গীর হোসেনের বসতঘরের খাটের নিচে থেকে ২২৬ বান্ডিল ভারতীয় অবৈধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ভারতীয় অবৈধ বিড়ি জব্দ ও প্রাইভেট কার আটকের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post