নিউজ ডেস্কঃ কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ, আওয়ামীলীগ বিদ্রোহী, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন সহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন।
মেয়র প্রার্থীরা হলেনঃ
- আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কায় সিপার উদ্দিন আহমদ।
- বিএনপি মনোনীত ধানের শীষে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ।
- আওয়ামীলীগ বিদ্রোহী নারিকেল গাছ মার্কায় বর্তমান মেয়র শফি আলম ইউনুছ।
- স্বতন্ত্র প্রার্থী জগ মার্কায় প্রবাসী কমিউনিটি নেতা মোঃ শাজান মিয়া ।
প্রথম শ্রেণীর এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হল ২০ হাজার ৭৫৯ জন।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও কুলাউড়া পৌর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল।