ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে জরিমানা


বিশেষ প্রতিনিধিঃ পাবলিক প্লেসে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে ভ্রাম্যমান আদালত ১২ জনকে অর্থদন্ড প্রদান।
৫ জানুয়ারি মঙ্গলবার মৌলভীবাজার শহরে বাসস্ট্যান্ড এবং হাসপাতাল সংলগ্ন এলাকায় পাবলিক প্লেসে ধূমপান করা এবং বিড়ি, সিগারেট ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অভিযোগে ১২ ব্যক্তিকে মোবাইল কোর্টে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর বিভিন্ন ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মোঃ আরিফুল ইসলাম এবং মোঃ রফিকুল ইসলাম।
জনস্বার্থে পাবলিক প্লেসে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধে জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post