বড়লেখায় ইয়াবা ও ধারালো অস্ত্রসহ আটক তারেক


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ধারালো দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তারেক আহমদ (৩৮) নামে এক যুবককে আটক করে এক বছরের বিনাশ্রম কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২৩ জানুয়ারি) রাতে পৌরসভার পানিধার এলাকায় এই অভিযান চালানো হয়। 

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

দণ্ডিত তারেক আহমদ (৩৮) পানিধার গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে শনিবার রাত সাড়ে আটটায় পৌরসভার পানিধার এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী তারেক আহমদ অলির বাড়িতে অভিযান চালিয়ে দুটি ধারালো অস্ত্র ও ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। অভিযানে থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। 

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান মাদকসহ আটক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। 

Post a Comment

Previous Post Next Post