স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার বিভিন্ন কলেজ, উপজেলা ও পৌর শাখাসহ ৯টি আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র ও জেলা কমিটি গণমাধ্যমে প্রেরিত জেলা সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান স্বাক্ষরিত দলীয় প্যাডের ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা কমিটির সুপারিশকৃত ওই আহবায়ক কমিটিগুলো কেন্দ্রীয় কমিটির অনুমোদন পাওয়ার পর তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়। অনুমোদিত শাখা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ৬০ দিনের মধ্যে নিজ ইউনিটের আওতাধীন শাখার কমিটি জেলা কমিটি বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্র কমিটির পক্ষে এই প্রেস বার্তাটি প্রেরণ করেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।
অনুমোদন পাওয়া নতুন আহবায়ক কমিটি হলোঃ
- কুলাউড়া উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান সাইফুল।
- রাজনগর উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন আতিকুর রহমান শুয়েব, সদস্য সচিব আফতাব উদ্দিন।
- জুড়ী উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন মুজাহিদুল ইসলাম জয়দুল, সদস্য সচিব আব্দুল্লাহ আল ইমন।
- মৌলভীবাজার সদর উপজেলা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন সৈয়দ জাবেদ আলী নাঈম,সদস্য সচিব কামরুল ইসলাম।
- মৌলভীবাজার পলিটেকনিক ইনষ্টিটিউট শাখা ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন দেলোয়ার হোসেন রতন, সদস্য সচিব মেহেদী হাসান মিয়াদ।
- মৌলভীবাজার সরকারী কলেজ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন জনি আহমদ, সদস্য সচিব লুৎফুর রহমান সৈকত।
- মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন আমিনুল ইসলাম শাহান, সদস্য সচিব মাহদী হোসাইন অপি।
- মৌলভীবাজার পৌর শাখা ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক হলেন আজগর আলী, সদস্য সচিব সুলতান আহমদ টিপু।
