বাংলাদেশিকে নির্যাতনে দোষী সাব্যস্ত সাবেক অভিনেতা



নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে এক বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির সাবেক অভিনেতা ও পরিচালক নগ আইক লিওঙ্গ ওরফে হুয়াং ইলিয়াং। অনলাইন নিউজ পোর্টাল স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার জেলা জজ জন এনজি তাকে (অভিনেতা) নির্যাতনের একটি ঘটনায় দোষী হিসেবে সাব্যস্ত করে রায় দেন। জাহিদুল নামে নির্যাতিত বাংলাদেশি সিঙ্গাপুরে ২০১৮ সালে পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত ছিলেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি আদালত সিদ্ধান্ত দেবেন অভিযুক্ত অভিনেতার কি শাস্তি হতে পারে। এই মামলায় দোষীদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা ও বেত্রাঘাতের বিধান রয়েছে। তবে নগ পঞ্চাশোর্ধ্ব হওয়ায় তাকে বেত্রাঘাত করা যাবে না।

২০১৮ সালের ১১ই ডিসেম্বর একটি ধাতব পদার্থ দিয়ে বাংলাদেশি জাহিদুলের পেটে ও মাথায় আঘাত করা হয়েছিল। এতে জাহিদুল কোনোমতে বেঁচে গেলেও কোমর ও মাথার খুলিতে আঘাত পান। জাহিদুলের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে আদালতে নগ আইক লিওঙ্গ বলেছেন, জাহিদুল তাকে ‘বাবা’ হিসেবে মেনে শাসন ও মারধরের অধিকার দিয়েছেন।

২০ বছরের বেশি সময় অভিনয় করেছেন নগ আইক লিওঙ্গ। পর পর ২০০২, ২০০৩, ও ২০০৬ সালে তিনি সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেন।

Post a Comment

Previous Post Next Post