কুলাউড়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার


নিউজ ডেস্কঃ কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে এক অভিযান চালিয়ে আবু বক্কর ওরফে আনোয়ার আলী নামে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানাসূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ৩ জানুয়ারী শনিবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণ জয়পাশা নিবাসী আইয়ুব আলীর পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী আবু বক্কর ওরফে আনোয়ার আলীকে আটক করা হয়। ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় ২ টি জিআরি মামলার গ্রেফতারি পরোয়ানা জারী রয়েছে। রোববার তাকে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post