বড়লেখায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি হাওরপারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তালিমপুর ইউনিয়ন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে ১৬০ জনের মাঝে এগুলো বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছেন প্রবাসীরা।

এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) দুপুরে হাকালুকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। এতে সভাপতিত্ব করেন ৭ নম্বর তালিমপুর ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী।

তালিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অজিত কান্তি দাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ, সমাজসেবক আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাসান পলক, সহ-সম্পাদক  কাসেম আহমদ, শুকুর আহমদ প্রমুখ। কম্বল বিতরণ শেষে অতিথিরা করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অজিত কান্তি দাস বলেন, মানবিক কারণে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রবাসীদের সহযোগিতায় আমরা ১৬০জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। সবার উচিত শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়ানো।

উল্লেখ্য, হাকালুকি এলাকার প্রবাসী সুভাষ দাস, ফয়সল আহমদ, রিপন দাস, রঞ্জিত দাস, ফয়েজ আহমদ ও মনসুর আহমদ কম্বল বিতরণে সহায়তা করেছেন।

Post a Comment

Previous Post Next Post