মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
শনিবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় শহরের শমসের নগর সড়কস্থ শাদী মহল কমিউনিটি সেন্টারে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব এ এস আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ্্ আখলাকুল আম্বিয়ার সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ডাঃ আবু মুহিত চৌধুরী, সাবেক ব্যাংক কর্মকর্তা নুরজাহান সুয়ারা, নির্বাহী সদস্য এ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান চৌধুরী, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ব্যবসায়ী ও সমাজ সেবী আলহাজ¦ ফয়ছল আহমদ, মুক্তিযোদ্ধা এস এম মজিব, দরগাহ মসজিদের খতিব আলহাজ¦ হাফিজ মির্জা শামিম আহমদ, সাবেক অধ্যাপক ইকবাল হোসেন, সমাজ সেবী সৈয়দা ইয়াসমিন নাহার, আব্দুল বশির মসুদ ও শিরিন আক্তার।
দুর্নীতি বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন ধরণের প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। কর্মসূচির মধ্যে বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, সিম্পেজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভা, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা, সাংস্কৃাতিক অনুষ্ঠান সহ তাৎক্ষণিক দুর্নীতি বিরোধী প্রচারণার যে কোন কোন প্রদক্ষেপ গ্রহন নিয়ে আলোচনা হয়।

Post a Comment

Previous Post Next Post