স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির অভিষেক, পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী শুক্রবার বিকালে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ লংলা চা-বাগানে মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক। শাখার সাধারণ সম্পাদক তপন কান্তি দত্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যাম নারায়ণ গৌঁড়, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমিনুর রহমান আমিন। এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাখার নির্বাহী সভাপতি আনহার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন লাল দেব প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রবীন চা-শ্রমিক নেতা শ্যাম নপরায়ণ গৌঁড়কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।