কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাঝে উপহার বিতরণ


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপহার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুশীল চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী, মাসুক মিয়া, গফুর আহমদ, গোয়ালা বাবু কমলা কান্তি দেব, রজব আলী, রিয়াজ উদ্দিন আহমদ, সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, মাহফুজ শাকিল, এমপির অফিস সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, মুক্তিযোদ্ধা সন্তান শাহিনুর রহমান ও কামাল আহমদ প্রমুখ। সভাশেষে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ উপজেলার ১১টি ইউনিয়নের ১৩৪ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষে অসহায়-অসচ্চল বীর মুক্তিযোদ্ধাদের মডেল আবাসন প্রকল্পের আওতায় ৩২ টি ঘর বরাদ্ধের প্রস্তাব উর্দ্ধতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, শীতবস্ত্র উপহার দিয়ে প্রধানমন্ত্রী প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। এরই ধারাবাহিকতা রক্ষায় তিনি মুক্তিযোদ্ধাদের স্ব-স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post